আমার কবিতার আজ মন ভালো নেই।
কাঁথা মুড়ি দিয়ে বিছানায় বসে অনেকক্ষণ
একটানা বকছে প্রলাপ করছে "তুই, তুই"
তারেই-বা কি করে দেই দোষ বলুন তো?
তাঁর-ই সম্মুখে তাঁর-ই কবি নিরুপায় বসে
অথচ যার এক'শ দুই জ্বর কপাল ছুঁইছুঁই
মলিন মুখে, তার-ই বা কি করে ফুটে খই?


যে কবিতার পাতায় থাকে ধোঁয়া উঠা চা
যার দেহের প্রতিটা ভাঁজে মিটাতাম ক্ষুধা
দিতাম ডুব নিতাম খুঁজে যৌবন অপরুপ,
আজ তার অসাড় দেহের আঙুলেরা সুপ্ত
তন্দ্রাচ্ছন্ন শব্দেরা সব একেবারে নিশ্চুপ!
তখন কি করে পাবেন বলুন তো লয় ছন্দ
কবিতার অসীম বিনোদন অপার আনন্দ?


আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি অমর বাণী,
অন্তসার শূন্য কংকাল দেহে ভাঙা পাঁজর
কালিহীন ঘুণে ধরা কলমের ভাঙন ধ্বনি
একই কথা কবি, পতন একেবারে অনিবার্য।
আমার কবিতার আজ মন ভালো নেই কবি,
                       সকলেই দারুণ অসুস্থ।


২৫/০১/২০২২
চট্টগ্রাম।