ওহে বর্ষার আকাশ,
এখন তুমি বিষে যতোই সাজো নীল
বুকে দাও ঠাঁই কালো মেঘ
হু-হু করে কাঁদো যতোই উড়াও গাংচিল
খোলা বাতায়নে তুমি যতোই দাও উঁকি
সিক্ত করো কাঁথা বালিশ বিছানার চাদর
গৃহ-দ্বারে দাঁড়িয়ে যতোই খুঁজো সহানুভুতি
ভিজিয়ে পা যতোই করো ক্ষমা প্রার্থনা
তুমি তার ছিটেফোঁটাও কখনো পাবে না!


গ্রীষ্মে তো তুমি দেখাওনি অনুকম্পা!
বরং ছড়িয়ে উত্তাপ দগদগে করেছো বিরহের পুড়া ঘা
ঢেলে আগুন পুড়িয়ে মন দুঃখ করেছো দ্বিগুণ
এখন চাইছো ভিক্ষা?
আমি তোমায় কখনোই করবো না ক্ষমা,
ওহে আকাশ, বিশালত্বেও তোমার
ক্ষমা তুমি কখনোই পাবে না। কোনদিন না।


২৩/০৫/২০২২
চট্টগ্রাম।