আমাকে দূর হতে দেখে হাসে যতো অতৃপ্ত আত্মা
আর আমি ভাবি, ওঁরা অসুর ওঁরা সব প্রেতাত্মা।
ওঁরা বেজন্মা ওঁরা শূন্য গগনে আগাছা ক্ষণস্থায়ী
ওঁরা লোভী, ওঁরা না পেয়ে স্বাদ হয়েছে বিদ্রোহী।
          আসলে ওঁরা হাসে বিদ্রুপের হাসি,
        স্বাধীনতাটা পায়নি স্বাধীনতার চাষি।


রাইফেলটা তুলে কাঁধে সব ভূলে জলাজঙ্গলে চলি
নির্ঘুম কাটিয়ে রাত যে দিয়েছে জীবন জলাঞ্জলি
তাকে ফেলে আজ আমি দেশপ্রেমিক মানবহিতৈষী
মোমবাতি জ্বালিয়ে তাই তুলি নিজেই নিজের ছবি।
            বিচ্ছেদে ক'টা মানুষের কাঁদে প্রাণ?
            অলক্ষে পার্টি দিয়ে গাই হিন্দি গান।


স্বাধীনতার স্তম্ভে ফুলে ফুলে জানাই বিনম্র শ্রদ্ধা
জানিনা কে ছিল শয়তান কে ছিল মুক্তি যোদ্ধা।
ক' জনের জানি নাম! ক'টা আছে দলিল প্রমাণ?
আমরা করি দলাদলি রাখিনা স্বাধীনতার সম্মান।
        আমাকে দেখে তাই হাসে রাত্রির নক্ষত্র
        জানিনা আসলে কে আমি কোন পক্ষ!
২৬/০৩/২০২১