সব কষ্ট-ই কেন জানি, বাসা বাঁধে শূন্য বুকে,
আবার উড়ে আকাশে ঠিক নিজের সুখে।
নীল জোছনায় নিরালায় কেন টানে কাছে!
যেন আমি,
শত জনমের বন্ধু তার, হারাই যদি পিছে!


তাহলে আবার দুঃখটা বারবার কোন নীড়ে
ফিরবে রেখে স্থান, যদি হারায় নতুনের ভীড়ে।
শুধু আমার বুকেই হয় সংকুলান ঢাখি খোলস
আর আমি,
তারে নিয়ে কতো কি ভাবি কাটাই সময় অলস।


পাথর আমি যেনো কোন কালেই হয়নি উত্থান
ভালোবাসায় ভাসেনি নাও কন্ঠে উঠেনি গান।
রাখিনি একেঁ সুখের চিহ্ন আর কারো বুকে,
আর আমার,
আমার তো তাই মরার কথাই শত কষ্টে ধুঁকে।
০৩/০৮/২০২১
ময়মনসিংহ।