জানাই ছিলো মেঘলা দিনে
           বইবে বায়ু তুমুল বেগে
                    ঝড়টা আসবে ঈশান কোনে,
কথা ছিলো দাঁড়িয়ে দেখবো  
          ভর দুপুরে কেমন করে
                    মেঘটা সাজে আকাশ পানে!
কেমন করে ঐ বিশাল ঢেউ
          আঁচরে উঠে বুকের উপর
                    জাগায় জোয়ার নদীর বানে!
কেমন করে যায় ভেসে যায়
          ঘরের চাল আর স্বপ্ন কথা
                    অথৈই জলে দুই নয়নে?


২১/০৬/২০২২
চট্টগ্রাম।