ডেকে নিয়ে হোটেলে, সমাদরে বসিয়ে পাশে
বন্ধু যখন একাই খায়, দই মিষ্টি খুব আয়েশে,
দেবার বেলায় বিল ছুড়ে ঢিল
বন্ধু ভাবে, সঙ্গে আছে আঁতেল,
আমি বুঝি, কিচ্ছু বুঝি না? হিসাব রাখছি কষে।


নিয়ে টাকা ছলে, তুমি দিবে বলে দিচ্ছো না ফেরত
আজ না কাল গুটিয়ে জাল দেখাচ্ছো দৈব রথ,
ভাবছো, "ব্যাটা কত্তো বড় গাধা!
বুঝে-না কিচ্ছু আমার ধাঁধা।"
বুঝি গো বুঝি সব, পাকড়াও-এ তুমিও হবে সহমত।


ঠকিয়ে বালকে হাসছো অলক্ষে খুব যে মিটিমিটি
ভাবছো কে করবে বিচার, আছে খোলা চওড়া টুঁটি
একজন তো আছে দেখছেন যিনি
পইপই হিসাব, তিনিই মেলাবেন গুনি
পূন্য পেয়েও শূন্য হাতে এই হাসি তখন হবে মাটি।


১২/০৩/২০২২
চট্টগ্রাম।