"ওরে হেবলা, শুনেছিস নাকি!
পুকুর জলে কুমির গড়েছে বাস!
নাইতে গেলেই খাবার হবি
কটমটিয়ে যেমন চিবোয় বাঁশ!


সেদিন উড়ে বনমালীর মোরগ
যেই পরলো পুকুর জলে ঠাস,
অমনি নাকি ফেললো গিলে
সুযোগও পায়নি করতে হাঁসফাঁস।"


শুনে হেবলা মুচকি হাসে, বলে
"বীরবাহাদুর, এতেই এতো ভয় পাস?
ব্যাটা, ভয় দেখিয়ে রাখছে দূরে
আড়ালে করছে মাছের চাষ।"


১৯/০৪/২০২২
চট্টগ্রাম।