চাও বাড়তি আয়?                  আছে কিন্তু উপায়?
           আসো চলে এই অন্ধকার নিরালায়।
আমি দেখিয়ে অসৎপথ,          শেখাবো ভিন্ন মত
        আর আছে যতো কুকর্ম এই জামানায়।


চাও সংসারে কতৃর্ত্ব?           সবাই থাকুক ভৃত্য?
           এ আমার জানা, দেই ঔষধ নিত্য।
দেখাবো পথ পরকিয়া,       অন্যের ভাঙতে হিয়া
       কুটনীতিতে তুমি, দুর্নাম ছড়াবে সীমান্ত।


চাও নরপিশাচ আনন্দ?      অন্যের ভাঙতে ছন্দ?
         তোমাকেই খুঁজছি আমি পাপী নন্দ।
কারো সাজানো বাগান       ভেঙ্গে করো খানখান,
         আরো শেখো মন্ত্র, কিকরে করে মন্দ!


হতে চাইলে দৈন্য,            কখনো করো না পূন্য,
        মিথ্যেকে জাগাও মনে, সত্য হোক চূর্ন।
না চাইলে এসো না,          আমার কথা ভেবো না
     আমার পোড়া কপাল, থাকুক রোগী শূন্য।


১১/১১/২০২১
ভারত।