হে অপরাধী, লুকোবে কোথায়?
বদ্ধ ঘরের কোন সে কোনে?
ভাবছো হলে সন্ধ্যে যাবে চলে
গভীর কোনো গহীন বনে?


অলখে তুমি বানিয়ে প্রাসাদ
ভাবছো রইবে গুপ্ত ঘরে?
নাকি তুর পাহাড়ের পাথর অপার
থাকবে সেথায় ঘাপটি মেরে?


ভাবছো কিনে জমি গড়বে আবাস
সাগর তলের গভীর জলে?
না হয় হিমালয়ের শঙ্খ চূড়ায়
জমে থাকা বরফ তলে!


নাকি দেবে পাড়ি পঙ্খীরাজে
অজানা স্থান অনেক দূরে?
নাকি আকাশ ফুঁড়ে গড়েছো দ্বীপ
লোকালয় হীন মঙ্গল গ্রহে?


জানো এই দুনিয়া কার দখলে!
চালায় কে কোন সে খেয়ালে?
ঠেকবেই তোমার পৃষ্ট তাঁর দেয়ালে,
যতোই লুকাও খুব আড়ালে।


০১/০৮/২০২২
চট্টগ্রাম।