সবাই লুটে আমিও লুটি, ভরছি নিজের থলে,
কার বা এমন সাধ্য আছে, আমায় কিছু বলে?
মাথার উপর মামা চাচা, সদাই ধরে ছাতা,
দেখ না বলে ধরবে গলে, ছিঁড়বে কর্ণ পাতা!
পিঠের উপর দু’ঘা ঘুষি, পরবে সবার আগে,
গালটা কি তোর আস্ত থাকবে, হাতের পঞ্চ দাগে?
তুই যদি হোস ঘরের রাবণ, মামা টা মীরজাফর,
থাকতে চাচা যাবি বেঁচে, এমনি দিবি ফাঁফর?


ভাবছিস বুদ্ধি করবি সিদ্ধি, মারতে দিবি অর্ডার!
আসলে সুযোগ বানাবি ভোজ, ঠিক পাঠাবি বর্ডার?
আমার চিন্তা করিস নে ভাই, বিদেশ কেনা বাড়ি
লাগলে আগুন দেশে দ্বিগুণ, সেথায় দেবো পাড়ি।
ছেলে মেয়েও বিদেশ স্যাটেল, মেম করেছে বিয়ে,
আমার আবার চিন্তা কিসের, থাকবো ওদের নিয়ে।
যে কটা দিন যাবে খাওয়া, লুটেই যাবো দেশটা,
এখন কেবল উপরি পাওয়া, দেখার বাকী শেষটা।


নয়তো এমন ভন্ড প্রেমিক, তোদের পরতো চোখে,
শিয়াল ঢেরায় মুরগী রেখে, চাইছিস থাকতে সুখে?


১৭/০১/২০২৩
ভেলোর, ভারত।