আমি করিয়া বাগান
কতো ফোঁটাই ফুল,
রঙে গন্ধে আনন্দে উতলা মন
বাতাসে দোলাই চুল।


আসমান কিরণে পূর্ণ
পদতলে দেখিয়া স্বর্ণ,
হই বিহ্বল পাহিলে সুন্দরী অর্ধাঙ্গী
অন্তর করিয়া ব্যাকুল।


আমি দেখিয়া সৃষ্টি
অপরুপ, খুঁজিনা স্রষ্টা,
আড়ালে দাঁড়াইয়া কেবা হাসে!
আমার ভাঙে না ভুল।


যে গড়িয়াছে বিশ্ব
দেখায় জান্নাতি দৃশ্য,
জানি না মালিক তার কতো সুন্দর!
ভাবিয়া পাইনা কূল।
ঃ২৪/০৯/২০২১
চট্টগ্রাম।