মরছে মানুষ মরবে আরো
রাস্তা ঘাটে সস্তা,
বীরের বেশে তির ধনুকে
নেই যে মরায় আস্থা।


দেখলে বাদল ঝড়ের আদল
পালায় ছুটে কেশে,
তোমরা বলো এই সে আদম
মানুষ হবে শেষে?


নাকের ডগায় আগর ডাঙায়
ঘটলে চুরি মস্ত,
মানুষ নামের যন্ত্র দানব
হয়না কভু ব্যস্ত।


ভাবটা এমন নিজের জীবন
ভীষণ রকম দামী,
আর যে সবাই বনের পশু
ধূলির সমান ভূমি!


দেখবে যখন পরের হিতে
সুখটা খুঁজে সবে,
তখন কেবল আমরা মানুষ
শান্তি আসবে ভবে।


১৩/১১/২০২২
ভেলোর, ইন্ডিয়া।