এই যে তুমি ঘাপটি মেরে আছো বসে চুপটি করে
অনেক রেগে অনেক দূর, সেই তের নদী সাত সমুদ্দুর!
বলি, কি করে দেবো পাড়ি এতো জল?
আমি তো জানিনে সাঁতার। ফুটবে হাসি, কি করে মধুর?
ঠিক আছে, বলো না কথা দেখিয়ো না মুখ
মানা নেই! শুধু লুকিয়ে হেসে নিজেই পেয়ো সুখ।
হাত নিশপিশ করছে? এখনো অনেক রাগ?
ভাঙতে চাইছে মন গাছের ডাল?
তাহলে আমার ছোট্ট কান লম্বা করে একটু মেটাও ঝাল।
খবরদার, খবরদার বলছি, হেঁসো না কিন্তু
হাসলেই বেরোবো তোমার মিষ্টি মিষ্টি বোল।
তখন কি লাগবে ভালো!
গোমড়া মুখের গালে পরলে অমন মিষ্টি টোল?
সরাও চুল, দেখি তোমার কাজল ভরা আঁখি,
নাকি আনবো ডেকে তোমার বদমেজাজি দাদা, আমার তুলবে ছাল?
আহা! চটছো কেন? যাচ্ছো কোথায়?
সামনে তোমার দাদা বাঘ আর রয়েছে নেকড়ে শিয়াল
ডানে বামেও রয়েছে গভীর খাল অনেক জল,
আর পিছনে এই নরাধম বৃন্দাবন,
তোমার সেই রুপকথার সাত রাজার ধন,
ফিরে তোমাকে আসতেই হবে, তখন কোথায় পাবে ছল?
০৪/১২/২০২১.
চট্টগ্রাম।