মোরা দেখি অশরীরী অশুভ আত্মা রুখিয়াছে পথ,
টুটি চেপে ধরিয়া কন্ঠ করিয়াছে রুদ্ধ বন্ধ রাজপথ।
১৪৪ ধারা ভাঙিয়া দিতে হইবে দাঁত ভাঙা জবাব,
পরাধীনতা ঘাড়ে চাপিয়ে খুব সাজিয়াছে নবাব।
যখন তখন চালাইবে তরবারি তীক্ষ্ণ লৌহ খড়গ
নিজেরা থাকিয়া স্বর্গে আর মোদের পাঠায় নরক!
শাসনের নামে করিয়া শোষণ রাষ্ট্রভাষাটা চায় উর্দ্ধু,
মাতৃভাষা করিবো পরিবর্তন মোরা কি তেমনি বুদ্ধু!
ব্যানার ফ্যাস্টুনে লিখিয়া বজ্র কন্ঠে হইবে প্রতিবাদ
জোয়ারে ভাঙিয়া যাইবে পুলিশি ঠুনকো বেড়িবাঁধ।
সকালে উঠিয়া দেখিলো শাসক কাঁপিছে রাজপথ
না মানিলে দাবী শিখাইবে বঙ্গ দুয়ারে রহিয়াছে রথ।
মজলুম জনতা জাগিয়াছে আজ আনিবে নতুন ভোর
উর্দ্ধু হইবে রাষ্ট্রভাষা! প্রতিবাদে উঠিয়াছে তুমুল ঝড়।
বুঝিলো, মানিবেনা উর্দ্ধু তাই চালাইলো বুলেট গুলি
ঝড়াইলো প্রাণ পাইয়া ভয় রক্তচক্ষু প্রতিবাদী অঙ্গুলি।
রফিক শফিক শহীদ মরিয়া রাখিয়া গেছে পদ চিহ্ন
দেখিলো বিশ্ব মাতৃভাষা এতো সহজে হয়না নিশ্চিহ্ন।


২৩/০২/২০২১
মিরসরাই, চট্টগ্রাম।