এই যে তুমি মা প্রতিদিন ভোরে
এনে দাও ফুল কুড়িয়ে দু-হাত ভরে,
কি তার সৌরভ কি তার মিষ্টি গন্ধ,
তুমি জানো না মা, আমার ভারী লাগে আনন্দ!


তুমি যখন মা, একটু একটু করে হাঁটো সাগর পাড়ে
আমার-ই দুই হাত ধরে বিশাল বালু তীরে,
আমি অনুভব করি মা তার বিশালত্ব, শুনি গর্জন!
এতো বড় তবুও লুটিয়ে ভেজায় তোমার চরণ।


সকালে সূর্যাদয় কিংবা বিকেলের সূর্যাস্ত
তোমার মুখে শুনে মা, আদি অন্ত আমার মুখস্থ।
আমি হলফ করে দিতে পারি বলে কোন পাখিটা গায় গান
আকাশে উঠেছে কিনা চাঁদ, জোৎনায় ভরেছি কিনা বাগান।


এতো ভালোবাসা এতো মমতা যে তুমি দাও মা,
জন্মান্ধ বলে যাওনি ফেলে ভরেনি ময়লা নর্দমা,
জীবনে সুখ বিনা দুঃখ কি, যে তুমি বুঝতে দাওনি,
মরার আগে বিধাতার কাছে শুধু চাইগো মা,
যেন একবার দেখতে পারি তোমার মুখখানি।
২৪/০৬/২০২১,
ময়মনসিংহ।