মন ভালো নেই অনেক খারাপ কি হবে কার জেনে,
মেয়ে আমার অনেক দূরে পারবে দিতে এনে?
রাত্রি কাটাই নির্বাক জেগে থাকি গৃহের কোনে
থাকলে দূরে মনটা কি আর শান্ত থাকে মনে?


আমায় ছাড়া মেয়ে আমার কোথায় পাবে খেই!
নিত্য কি তুই আগের মতো অনেক পড়িস বই?
বিকেল হলে ছাদটা কি তুই আবার ভাবিস মাঠ?
আবার কি তুই আমায় খুঁজিস বন্ধ হলে ঘাট!


মা-টা কি তোর অনেক বকে একটু হলে ভুল?
গোছল সেরে ছাদের রোদে বেঁধে রাখিস চুল।
সবুর কর মা, ছুটি হলেই দৌড়ে আসবো চলে,
আবার তোকে করবো আদর বসবি আমার কোলে।


(স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+১/২ মাত্রায় লেখা।)
১০/০১/২০২২
চট্টগ্রাম।