মিথ্যে বাদী, ভাবছিস আমরা আতেল?
মিথ্যে না হলে
মিথ্যে বলায় তোকে দিতাম সোনার মেডেল।
মরা বাঁচার কাঠগড়াতে দাঁড়িয়েও তুই বিচারকে
মিথ্যে বললি কেবল জেতার জন্য?
মন কি তোর দেয়নি বাঁধা! মন তোর এমনি দিলো সায়?
মন কে বুঝাই,
মিথ্যেবাদীর মুখের কথা হঠাৎ তো নয়!
মজ্জাগত মাথার বিদ্যা
মন নিয়ে খেলে খেলা যারা আম-জনতায় বাধায় গোলক ধাঁধা!
মিথ্যেবাদী, মোর মনেই তো ছিলি তুই রাজার মতোন
মহাজনের মুকুট মাথায়
মগা, কেবল তোর-ই তো ছিলো তাতে পাক্কা আসন।
মতলব বাজ, আজ তোর কেনো হলো মরণ সাধ, দৈত্য সাজার?
মগজ জুড়ে কেনো এমন মরণ ব্যামো?
মিথ্যে বাদী, মায়ায় ফেলে ভোল পাল্টে খেলিস রক্ত হোলি!
মরা ধানের চিটায় দেখালি গোলা, মটকা ভরা!
মড়ক লেগে মুন্ডুপাতে মড়মড়িয়ে ভাঙবে যখন কাঁধ
মনস্তাপে মনতুষ্টি সাধবে তখন বাধ।
মিথ্যেবাদী আরো বলিস মিথ্যাে?


২১/৯/২০২২
চট্টগ্রাম।