হাত ভরা তাঁর মাসের বাজার
দেখলো সবাই চেয়ে,
ভাবলো লোকে পোলাও কোর্মো
ইলিশ ভাজে ঘি'য়ে।
নিত্য রাঁধে চপ রেজালা
চিবোয় মাটনকারী,
সাধ মেটায় খায় সুপ্ত ও ডাল
বাসমতি চাল হাঁড়ি।
গাল ভরে পুর তুলে ঢেঁকুর
তৃপ্তি মেটায় আমে,
চিন্তা কি তাঁর দিন যাপন আর
রইলে গভীর ঘুমে?
দেখে না কেউ পথের ক্লান্তি
মাসের শেষে পাতে,
মাখলো কি তাঁর নুন দিয়ে ভাত
সিদ্ধ আলুই তাতে!
০৬/০৭/২০২৫ ইং
বাকৃবি শেষমোড় জামতলা, ময়মনসিংহ।