বক্ষ মাঝে পরাণ মাঝি ছড়ায় বিদ্রুপ হাসি
কেই-বা তাতে মরবে ডুবে শূন্য যখন নদী?
শক্ত নৌকা চওড়া বৈঠা যতোই ভরাও কাঁদি
দেখবে তাতে নাখোশ সবে শুনবে না আর বাঁশি।


যে জন কভু প্রেম চিনে না চিনে বসত বাড়ি
সে কি আর অত্তো খুঁজে খুঁজবে নোলক সিঁথি?
সে জন জানে সান্ধ প্রদীপ সঙ্গে লাগে সাথী
যেজন কেবল বলবে কথা শুনবে ব্যথা ভারী।


আনলে তাঁরে হৃদ মাঝারে শূন্য গহীন চরে
দেখবে তখন মরা নদী কেমন উছলে জলে!
চাঁদ-ও তখন দেবে উঁকি অন্য কোন ছলে
ভাঙা বাঁশিও উঠবে গেয়ে ভাটিয়ালি সুরে।
২৫/০৪/২০২২
চট্টগ্রাম।