খুব করে চাই তোর ঘরে আজ
জ্বলুক প্রদীপ শিখা,
জোছনা ঝরুক উঠোন জুড়ে
সুখটা মেলুক পাখা!
ছাড় দিয়ে তুই যাসনি ছেড়ে
মোহেই গেলি উড়ে,
খুব নাকি শখ বাঁধবি বাসা
তিন মোহনার তীরে।
তোর যতো ধন তার সাগরে
ভরলি কতো রত্নে,
মোর উলুবন থাকলো হেলায়
নাই-বা রইলো যত্নে।
ঋণ রেখে তুই সাজলি পরী
ধনী হবার মন্ত্রে,
বুঝলি না প্রেম হয় না সুখী
নোট ছাপানোর যন্ত্রে।
১০/০৬/২০২৫ইং
বাকৃবি শেষমোড় জামতলা, ময়মনসিংহ।