নশ্বর এই ভবে কখন কে নেবে বিদায়
সাজানো বাগান নিমিষে হবে চুরমার,
অথচ তুমি আমি মিথ্যে সাজি রাজা
ছোট্ট বুকে বিরাট হিংসা ও অহংকার।


পাথর কেটে পাহাড়ে গড়ি সুউচ্চ দালান,
দেখাবো বলে পকেটে রাখি লৌহ কামান,
কতো সহজে ভূলি সোজাপথ, যে পথে
যেতে হবে ধনী গরিব সমানে সমান।


জমিনে ফেলি পা গগনে ছোঁয়াই মাথা
সদম্ভে সাদা চোখে পরি রঙিন চশমা,
মুঠি ধরে চুলে খুঁজে পেলে ভূলে, বলি
"হারামজাদা পাবিনা কোন কালে ক্ষমা"।


তুমি আমি সব বড়ই উদ্ভুত আজব জীব
পেলে সুযোগ করি সম্ভোগ খুব উপভোগ,
তখন নীতি হয় রাজনীতি দেখায় ভয়ভীতি
সত্যের টুঁটি চেপে ধরে বন্ধ করি অনুযোগ।


সম্মুখে পেলে কেঁড়ে নিয়ে ছুড়ে ফেলি দূরে
শোনাই সকলে কথা আঙুল রেখে বন্দুকে,
যদিও ডাকত দানে তবুও খুব গরিব ভিক্ষারী
কালো টাকা অলক্ষে রাখি গোপন সিন্দুকে।


ভূলে যাই কেবল কখন মরন দেবে ছোবল
যাত্রায় সাথী হবেনা দালান আর অর্থকড়ি
সঙ্গী কেবল নিজ কর্ম যদি মেনে করো ধর্ম
নয়তো ওপারে শূন্য হাতে তুমি হবে আনাড়ি।


১৭/০২/২০২১,
চট্টগ্রাম, বাংলাদেশ।