.        পুকুর ঘাটে ফেলে ছিপ
তোমার কেন করতে হয় মৎস্য শিকার?
        রমনী কুল আনতে জল
তুমি কি ভাবো, রইবে চেয়ে নির্বিকার!
    তুমি যে একা একা ধরতে চাও
জলের চেয়ে বেশি ডাঙার দেশি মাছ,
     কেউ তা বুঝুক আর না বুঝুক
আমি কিন্তু ঠিকি করতে পারি সে আঁচ।
      তুমি কেন কলুই আর ছিপে
যখন তখন পুকুর ঘাটে কর আনাগোনা,
     আড় চোখে তুমি, কি যে খোঁজ
সব... বুঝি, আমার আছে সবই জানা।
          ওহে আনাড়ি শিকারী,
কি দরকার, মিথ্যে করে ধরতে বাহানার!
        ললাটে যদি থাকে মৎস্য
তুমি এমনি এমনি পাবে তোমার শিকার।
                 -০১/০৬/২০২১
                      চট্টগ্রাম।