ক্যামতে! ক্যামতে করলি এই কাম?
এত্তো সক্কালে বাজারে গিয়া ক্যামতে আনলি
                              এত্তো সুন্দর মাছ,
চক্ষু দুইডা ডাগর ডাগর চাইয়া রইছে তাজা
মুখখানা এক্কেবারে চান্দের বাত্তি!
সত্যি কইতাছি, এক্কেবারে হাঁচা হাঁচা!
আইসাই আমগো গন্ধে ভাসাইছে ঘর,
মা-শা-আল্লাহ্ কি সুন্দর!
বাজান, কপালে ওর দেও কালা টিপ
নইলে লাগবো নজর।
সত্যি কইরা 'ক!
জায়গাটা কই?  কোনখানে ফালাইছিলি ছিপ?
কাম ডা তুই করলি ক্যামতে?
কইত্থাইকা আনলি তুইলা?  
'ক খুইলা? আছিলো কই কোন দ্বীপ?
দিছসনি কাউরে আলগা পাত্তিপুত্তি?
আমার তো মাগার, বিশ্বাস-ই হইতাছে না
ক্যামতে করলি এই কাম?
মাছওয়ালা এত্তো বোকা! এত্তো সুন্দর মাছ!
ক্যামতে দিলো তরে? অত্তো কমে দাম!


উৎসর্গঃ সম্মানিত কবি, মোঃ সিরাজুল হক ভূঞা।


২৫/০২/২০২২.
ঢাকা।