ছেলে বললো নেতা হবে
ঘোলা জলে মৎস্য করবে শিকার।
আমি বললাম,"বাউণ্ডুলে!
চাপকে তোর পিঠের তুলবো ছাল!"


ছেলে বললো," বাবা তুমি
বোঝ একটু কম-ই দেশের হালচাল।
নদী নালার স্বচ্ছ জলে
মাছ নেই, মাছের খুব পরেছে আকাল।


তবে যদি ঘোলা জলে
নৌকার ধরে হাল ফেলতে পারো জাল,
তবে তোমায় পায় কে বাবা,
উঠবেই কই শিং কিংবা রাঘব বোয়াল।


সৎ ভাবে পেয়েছো কিছু
অর্থ বিত্ত বাড়ি গাড়ি চাতাল?
উল্টো বেচে ধানি জমি
নিঃস্ব তুমি, আছে কি সেই খেয়াল?"


আমি বললাম, "নাইবা পেলাম,
বুকটা ফুলিয়ে তো সত্যের গাই গান!
তাছাড়া কম-টা কিসে পাই?
তোর বাবাকে লোকে তো দেয় সম্মান!"


২৫/০৬/২০২২
ময়মনসিংহ।