বেঁচে আছি এই তো বেশি!
প্রতিটা মুহূর্ত মনেহয় পেয়েছি স্রষ্টার অসীম কৃপা।
বুক ভরে শ্বাস তাই মানি সেই মহান আত্মার উপহার,
সকালের সূর্য স্নান শতবর্ষী আমি আলোক দীপা।


যখন শুনি অবলীলায় মহামারি নিয়েছে কেড়ে
আমারি কাছের কেউ অকালেই গিয়েছে ঝড়ে,
আমি শ্রদ্ধা কৃতজ্ঞতায় নতকরি মাথা হে সৃষ্টি বিধাতা
আমাকেই ভালোবেসে রেখেছো বাঁচিয়ে সাক্ষী করে।


নবজন্ম মোর দিয়েছো ভূলিয়ে সব লোভ লালসা
দেখিয়েছো কতো মহান আত্মা তুমি হে মুক্তিদাতা।
তোমাতেই আশা দিয়ো মৃত্যু ঈমানে খাঁটি সমঝদার,
প্রতিটি নিঃশ্বাসে যেনো তোমারে স্বরি মালিক কাবা।
-১৬.০৪.২০২১
ময়মনসিংহ।