মৃত্যু কে দেখোনি তুমি?
ওৎপেতে আছে দুয়ারে, কি বিভৎস চাহনি!
একটু একটু কমিয়ে অক্সিজেন
মৃত্যুদূত শিয়রে উপস্থিত দেয় জানান, তুমি টের পাওনি?
তুমি কি শোননি প্রতিদিন মৃত্যুর আহাজারি?
দেখোনি রাস্তায় লাশের সারি মৃত্যুর মিছিল?
তোমাকে পাশ কাটিয়ে হেঁটে গেছে বারবার
সময় নেই হে পথিক, একদিন হয়তো তোমাতেই বাসনা করবে কামিল।
দেখোনি তুমি কতো প্রিয়মুখ গেছে চলে!
লুকোনো হিরা মানিক লুকোনোই থেকে গেছে আসেনি কোন কাজে,
স্বজনেরা বুকিং দিয়ে রেখেছে আইসিইউ বেড
অপেক্ষায় থেকেছে কারো মৃত্যুর, কেঁদেছে জায়নামাজে।
এতো দেখেও তোমার কি বুকের ভেতর উঠেনা নড়ে?
আর কতো হারিয়ে প্রাণ তুমি দেবে জানান?
তুমিও আছো জেগে, সৃষ্টিকর্তায় জাগবে বিশ্বাস
আর কবে, ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে স্রষ্টায় জানাবে কৃতজ্ঞতা সম্মান?
১২/০৪/২০২১
ময়মনসিংহ।