সব ফুল কি আর বাগানে ফোটে?
বনে জঙ্গলেও তো কারো কারো জন্ম হয়,
                                 গড়ে নিবাস
লাল নীল হলুদ বেগুনী কত রঙেই না হয় ডালিয়া
কেউ কেউ কিন্তু সাদা রঙেই নজর কেঁড়ে
                      আড়ালে ছড়ায় সুবাস।


যুদ্ধে জিতেই কি সবাই হৈ-হুল্লোড় করে?
কেউ কেউ কিন্তু দূরে দাঁড়িয়ে নিরবে কাঁদেও,
বিজয় স্বাধীনতা ফিরিয়ে দেয় ঠিকই
কারো কারো আকাশটা নীল-এ আঁকে
                      দুঃখ রাখে বেঁধেও।


আসলে যে মুহুর্তটায় কারো জন্ম হয়
সে-ই মুহুর্তে কিন্তু পৃথিবী থেকে কেউ চলেও যায়,
মরা মানুষটার হয়তো দুঃখ থাকে না
জীবিত মানুষটাও কিন্তু হাসির আড়ালে
                      দুঃখ খুঁজে সুখ চায়।


মুদ্রার উল্টো পিঠটা কেউ দেখে না কবি,
চায় না শুনতে হারানোর দুঃখ বেহালার করুণ সূর
কার আছে এত সময় দেখবে পুরনো জামাই?
আমি অমরত্ব চাই না
আমি কেবল যুদ্ধ শেষে বাড়ি ফিরে যেতে চাই
হেঁটে হেঁটে একাই।


২৭/০২/২০২২
ঢাকা।