নত মস্তকে যদি দেই সম্মান
ওরা ভাবে বাঙালী কাঙাল,
পাতবো হাত অবিলম্বে ঢলি
তাই বাড়ায় পা, যায় চলি।
শুধু নেই হৃদয় অনুভবে দুদণ্ড
আসলে ওরা মুখোশী ভন্ড।


যদি দেখে গায়ে আলখাল্লা
মাথায় টুপি, ওরা নেয় পাল্লা
পাবে ওজন কোন দিকে ভারী,
নিমিষে দেয় তকমা স্বৈরাচারী।
জনগণে দেখায় এলাহী কান্ড,
আসলে ওরাই মুখোশী ভন্ড।


যদি স্বার্থে লাগে ঘা খানিক
বুঝা যায় নেতা কোন মানিক।
মুখোশটা খুলে খানিক দুলে
লেজটা উঠায় লজ্জা ভূলে।
বুঝায় সে নেতা এক প্রকান্ড
আসলে ওরা মুখোশী ভন্ড।


সম্মানে যদি দাও ফুল তোড়া
স্বার্থ হাসিলে তুমি বুজবে ওরা,
দিতে দিতে তেল নেই খেয়াল
ভালোবাসায় থাকেনা দেয়াল।
সবাই তুমি নও অনিল কুন্ড
আসলে ওরা মুখোশী ভন্ড।
০৫/০৪/২০২১
ময়মনসিংহ।