তুমি করিয়া আঘাত কর ব্যত্যয় ব্যাঘাত পরাও বেড়ি
দেখাও লোকে অস্পৃশ্য অতৃপ্ত আত্মা আমি অশরীরী
সাজিয়ে পাগল সম্মুখে হাসো নির্মল
আর নিভৃতে দাও পর ধনে ছোবল
লক্ষ্য কেবল পৃথিবীতে তোমার চাই সুখ স্বপ্ন বাহারি।


জানি, না শুনিলে কথা দিবে ব্যথা পেটাইবে বেধড়ক
আমার লুটিয়া ঘর তুমি গড়িবে তোমার হাঁটার সড়ক
বিছাইয়া তাই ষড়যন্ত্রের কণ্টক মিহি জাল
পাড়িয়া পাঁকা ফল তুমি বৃক্ষে ভাঙিবে ডাল
দুনিয়া যায় যাক পরকালটা আমার আল্লাহ-ই উত্তম ন্যায় বিচারক।
৯/৫/২০২২
চট্টগ্রাম।