১. "নাগরদোলা"


       কচি পাতায় সবুজ ঘাস
       বুনোফুলের বৃষ্টি বিলাস
যদি না হাসে মন, না দেয় নাগরদোলা,
       তবে তোমার খাটো বুদ্ধি
        পায়নি সার হয়নি বৃদ্ধি
না-হয় তুমি বড্ড বেশি আত্মভোলা।


২. "অশ্বত্থ বৃক্ষ"


           অশ্বত্থ বৃক্ষের জ্বর,
অথচ আমি দেখি চপলা চঞ্চলা মৃগয়া
তার তলে উদোম নৃত্যে কাটাচ্ছে প্রহর।
        ময়ূরপঙ্খী নাড়ছে লেজ
বসিয়া ডালে হৃদয় খুঁড়ে গড়িছে গৃহ  
আর অশ্বত্থ বৃক্ষ ক্রমেই হচ্ছে নিস্তেজ।