নামের আগে নাম পদবী
কত্তো মারো ঝারি ঝুড়ি,
এই দুনিয়ায় ডাকতে তোমায়
সাহেব হুজুর রাজ চৌধুরী।


মিটিয়ে আশা রং তামাশা
যতোই গড়ো বাড়ি-গাড়ি,
শ্মশান ঘাটে কবর স্থানে
জায়গা জুটে একটুখানি।


ধমক দিয়ে লাথি মেরে
যতোই দেখাও বাহাদুরি,
বিদায় বেলা জুটবে কেবল
সাড়ে তিন হাত কবর মাটি।


এই দুনিয়ার হিসাব সোজা
যায় তো নেয়া পরের কাঁড়ি,
পরপারের হিসাব কঠিন
বিচার যে ভাই বড্ড ভারী।


মরার পরে রাজা বাদশা
যায় না চেনা কংকাল হাড়-ই,
তাই করো না নামের দম্ভ,
খোদায় দিয়ো না আর আড়ি।


২২/০৭/২০২২
ময়মনসিংহ।


(আজ সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের নাম ফলক দেখে লিখতে ইচ্ছে করে। দুনিয়াটা ভাই বড্ড মায়ার।)