নামটা তাহার যদিও হানি
মুখে মধু নেই-ও চিনি,
অল্প কথায় ছাড়েন বুলি
ইট পাটকেল নয় যেন গুলি!


পিছন ঢেকে বললে কথা
গুটান তিনি জামার হাতা,
চোখ যেন তার অগ্নি কুঠি
বাড়তি কথায় ধরেন টুটি।


হাত দুটি তার পাথর কামান
যেমন ভারী চলেও সমান!
লাগলে ঘুসি ভাঙে পাটি
মারতে খোলেন পায়ের চটি!


বুঝুন ঠ্যালা, কি কাহিনী!
কাজে সে নয় নামে হানি।


২০/১১/২০২২
ভেলোর, ভারত।