বুকটা করিয়া উদোম পিঠটা খালি
যদি দেখা যায় নিন্মদেশ অচেনা অলিগলি,
নারী, তবেই তুমি পাবে বাহবা প্রচন্ড করতালি
তবেই তুমি মুখোশধারী শয়তান চোখে নারী স্বাধীনতার মুর্ত প্রতীক!
সাহসী অগ্রদূত বিপ্লবী জিহাদি!
বোকা, শয়তান দিয়ে ধোঁকা বানায় পুতুল
পথে ঘাটে মাঠে হর্ষধ্বনি নাচায় তুমুল
সে-ই অধিকারের ছলে লাগায় দ্বন্ধ পাকায় গন্ডগোল।


স্বাধীনতা মানেই নয় জিভে আনা জল,
পুরুষের চোখে দেখা লালসার উত্তাপ!
অধিকার মানেই নয়
দিন দুপুর খোলা প্রান্তর জন সম্মুখ পরকীয়া প্রেম
নয় বাঁধাহীন শারীরিক ক্রিয়াকলাপ।
স্বাধীনতার মানে কি অবলীলায় বিলিয়ে দেয়া সম্ভ্রম?
তৃপ্তি খোঁজা আব্রুহীন দেহের কাঁচা মাংসে?
অবোধ, অধিকার কি থাকে শুধু চলন আর পোশাকে?


স্বাধীনতা মানে হলো মেনে চলা রীতিনীতি গর্বের কৃষ্টি
বাঙালি ঐতিহ্য সাজানো গুছানো সংস্কৃতি
অধিকার নয়, উর্বর মস্তিষ্ক দূর্বল স্নায়ুকোষ নৈতিক স্খলন
নয় অনুকরণ অনুসরণ ভীনদেশী চলন শ্রীহীন মনন।


আর নারী?
নারী হলো রঙিন ফুল মুক্ত ঘুড়ি মায়াবী আঁচল
পুরুষের মাথার তাজ অদেখা ভূবন প্রেম চিরন্তন
ঢেকে রাখা ঝিনুক মুক্তো অমূল্য জান্নাতি হেম।


২৫/০৫/২০২২
চট্টগ্রাম।
(আমাদের দেশে মানবাধিকারের নামে কিছু মানুষ, নারীদের পশ্চিমা স্বল্প পোশাকের কালচার অনুসরণে উৎসাহিত করে যাচ্ছে। ভুলিয়ে দিচ্ছে নিজ দেশের শতশত বছরের সংস্কৃতি ঐতিহ্য। একসময় হয়তো শাড়িতে বাংলার নারীকে আর কখনোই দেখা যাবে না।)