হে নারী, তুমি করিয়া রুপ সজ্জা
      অন্যে যে দেখাও যৌবন,
অবুঝ তুমি নাই জ্ঞান পাইবে টের
    অপারে, যখন হইবে মরন।


বানিয়ে দামি গহনা রাখো সিন্দুকে
      যেন না পায় টের নিন্দুকে,
পাহারায় থাকো ঘিরে তারি ধারে
     হাতে অস্ত্র দু-নলা বন্দুকে।


মিষ্ট যতো হোক সৃষ্ট, হয় যদি নষ্ট
     পাহিবে কি সেই সমমূল্য?
ইসলামে পর্দা দিয়াছে আত্মমর্যাদা
     স্বাধীনতা সম্মান রত্নতূল্য।
-০৬/০৯/২০২১
ঢাকা।