নিদ হীনা ঠায় বসে আছে সব নিশাচর পক্ষী
মিথ্যার দায়ে রেখেছে বেধে আমার দু-অক্ষি।
     দিয়ে যাতনা হেসে কতো পায় প্রেরণা
        আরো আছে যতো দুঃখ মনে সুপ্ত
      কায়মনোবাক্যে কতো করে কামনা!
আমি নাকি ভেঙেছি বাসা কারো ভালো মন
লীলা-লাস্যে স্ব-হস্তে ধ্বংস করেছি জীবন।


দেখেনা কেউ এই হৃদয়েও উঠে উঁচু উঁচু ঢেউ
আমারো ভাঙে দু-তীর, আমি কাঁদি নিরবেও।
        বিষে নীল কতো মিল আমার দিল
          তুমি সেথা আছো জুড়ে গভীর
        খায় কুঁড়ে উড়ে সেথা শকুন চিল।
খুঁজি মুক্তি করবে সন্ধি চুক্তি আমার দুই অক্ষি
দিয়ে মন দিয়ে ক্ষতিপূরণ চাই নিদ্রা আনো নিক্তি।
০৭/০৬/২০২১,
চট্টগ্রাম।