আজ এতো এতো লোকের মাঝে
তুমি করলে অপমান? ছুঁড়লে সন্দেহের তীর?
হৃদয় মাঝে বপন করে অবিশ্বাসের বীজ
দরবারে তুমি সাজলে আমির আর আমি ফকির!
আমি হৃদয় খুঁড়ে করে রক্তাক্ত করেছি ক্ষত-বিক্ষত,
মতেও নাকি ছিল তোমার আমার ভীষণ অমিল,
আমি নাকি কাঁদিয়ে তোমায়
তোমার অলক্ষে তোমায় মেরেছি পাথুরে ঢিল।
আমার নাকি পাষাণ,
তোমায় ফেলে খাঁচায় পুষি অন্য পাখি,
ওহে, জোর করে পারবে ফেলতে আমায়?
তুমি কি বুঝবে ধনুর্ধরের ভালোবাসা, যদি না খুলো আঁখি?
জোর করে তো চাইনি কিছু, আপোসে চেয়েছিলাম মন
মতের না হয় ছিল-ই একটু অমিল,
তাই বলে কি ভরা দরবারে চাইবে জানতে আমি কে?
কেন দিলে ছেড়ে যাবার গোঁজামিল?
যদি ভালোবাসতে বুঝতে, তুমি নিঃশ্বাস,
নিঃশ্বাস তুমি এ বুকে।
একটু যদি কখনো হয় কম,
বাঁচবো না আমি রইবে না আর দেহে দম।
২৮/১০/২০২১.
চট্টগ্রাম।