বিজন রাতে আমার দুয়ারে সবে
দাঁড়িয়ে আছো কোন মতলবে?
দাঁড়শিরা তোমার ভাঙবে জেনো
আমার একটু জোর তলবে।


কৃষ্ণ রাতে বুঝি আসতে হয়!
প্রদীপের আলোয় ভালো বাসতে হয়?
এখন যাও দূর তফাতে
ভদ্রলোকে দাও নিজ পরিচয়।


দিবাকরের আলোয় বুঝি যায়না দেখা?
দেখার ছলে পেতেই হবে একা?
ওসব ছাড়ো জোর বাহানা
আমি নই এতো বোকা।


জানি কাজল কালো স্বীয় বদনখানি,
দেখলে জলে ভরে নয়নখানি?
আষাঢ়ে বুঝি হয়না সন্ধি!
নাকি লাগে ভালো শুধু মুখের বাণী?


তুমি বড্ড রসিক প্রেমিক,
রাত দুপুরে ঘাটে এসে সাজছো শ্রমিক?
ভূলবোনা মুখের কথায়
ভরদুপুরে পেটপুরে নিতে এসো পারিশ্রমিক।
২৯/১২/২০২০