আমজনতা যখন স্বপ্ন দেখে দেশটা একদিন নোবেল পাবে
আমরা তখন ব্যস্ত থাকি দল গুছাতে,
ভাবি আমি ছাড়া, মেধা গুলো সব ছাগল
পড়া পড়া করে হচ্ছে পাগল,
কেউ ভাবে না দেশটা কোথায় কার ভাগেতে!
তাই খুব চাই তোরা নাম লেখা ভাই রাজনীতিতে!
নয়তো পরের জন্ম মাটি পানি বায়ু দেশটা বেঁচে
গড়বে আবাস ভুল দেশেতে ভুল বেশেতে!
গেলো গেলো সব খোয়ালো বিচার বুদ্ধি বিবেক
করছি যখন চিৎকার,
বহিঃ বিশ্ব হচ্ছে ধনী জ্ঞানে মানে প্রেম প্রীতিতে।
আর আমাদের ভাবটা এমন;
নোবেল হলো হাতের মোয়া, ও পাওয়া যায় পাড়ার মোড়ে
হলে গাঁজাখোর গজানন্দ দূর্নীতিতে।
আমরা নাকি দেশের ভবিষ্যৎ পরের প্রজন্ম!
সারাক্ষণ ব্যস্ত যারা হল দখল টেন্ডার বাজি রাজনীতিতে,
আফসোস! আমাদের মেধা আমরা কেবল ঢালি দল গুছাতে
শিখতে বুলি হিংসা কুৎসা আর সব অকাজেতে!


১১/১০/২০২২
চট্টগ্রাম।