বদলে গিয়ে আজ নতুন এসেছে জামানা
সত্যবাদী সেতো খুব পুরনো ধ্যান ধারণা,
মিথ্যেবাদী অপরাধী আজ নায়ক গায়ক
দেখতে তারে চিনি জেল গেটের সীমানা।


অত্যাচারীর ভয়ে যে দেহে প্রাণ থাকে না
করলে বন্দী সেই খুঁজে ফন্দি তালবাহানা,
ব্যানার ফেস্টুনে দেখায় চমক দেয় ধমক
নিজের স্বার্থে জলাঞ্জলি বিবেক বাসনা।


সাজিয়ে সমাজপতি ভন্ডে করি আরাধনা
চেপে সত্য ঢালি বিত্ত বিন্দু নেই অনুশোচনা!
লুটিয়ে দিয়ে সম্মান কতক মিলে অর্থ পদক
চেতনা! সে থাকুক কাগজে, মগজে না।


কেড়ে নিয়ে অধিকার হেসে দেবো যাতনা
নির্লজ্জ বসে আসনে বাহবা করি কামনা,
অনিয়মে ভাঙে নিয়ম সাজি সত্য শাসক
বদলে গিয়ে সবই নতুন এসেছে জামানা।
২৫/০৯/২০২১,
চট্টগ্রাম।