সময় আমার ক্ষয়িষ্ণু মনে চির ধরিয়েছে
ক্লান্তি বাড়িয়েছে অক্ষমতা।
পত্র লিখি; তোমাকে জানাই
এমন শক্তি, এখন আর আমার নাই।
বাহু যুগল বহু আগেই নিথর নিশ্চল
পদভারেও হয় না মুখোড় আবার আমার বসন্ত ঘর।
একাকী ঘরে যখন ঝরে কষ্ট ফোটায় ফোটায় টপটপ
মনেহয় শ্রাবনের বৃষ্টি, মাঘে ঝরা ঝর্ণার জল।
তবুও ইচ্ছে করে
স্মৃতির সেলফের বেদনা সরিয়ে
গড়ি আনাড়ি অকবির শত কাব্য,
কোন নিশীথের ক্ষণে বসিয়ে শয্যা পাশে
কেবল তোমাকে শুনাই ব্যর্থ জীবনের অকথিত গল্প।
চৌকাঠে বাঁধা অক্ষমতার হাত
যখন দেয় নিড়ানি ইচ্ছের জমিন
অক্ষত কি রয় বেদনাতাড়িত বুক?
পায় কি ঠিকানা নাম না জানা অজেয় সুখ?
উঁকি দেয়া কবিতার পাতা
যে কভু করেনি স্নান,
করেনি অবগাহন জোছনার জলে
এই অবেলায় তার কি এমন আছে শক্তি
কেড়ে নেয় কারো সুখ মায়ার ছলে?


২৫/০৯/২০২২
চট্টগ্রাম।