তুমি দেখলে সেদিন উল্লসিত নদী,
তার-ই ধারে তোমার-ই দয়ায় বাড়ন্ত এক বৃক্ষ
উচ্ছ্বাসহীন নিশ্চুপ দাঁড়িয়ে
ছড়িয়ে পাতা নতুন কুড়ি ঝুলন্ত।
বহু আগে বোনা চারায় যেমন চেয়েছিলে ফলন্ত!
আজ তেমনি চেহারা তার,
ফলটাও আশা ছাড়িয়ে পৌঁছেছে সীমান্ত!
তাই, তুমি ভাবলে তবে কেন বৃক্ষ
মেটায় নি দায়!
নাম ফলকে খোদাই করে দেয়নি সাক্ষ্য?
ওহে, ওটা ফল ঠিক-ই তবে উচ্ছিষ্ট
কাওয়াকাডি তোমরা যাকে বলো উলটকম্বল,
ওটা অগভীর শিকড় ছাড়া গাছ লতানো বৃক্ষ
একটু পর উঠলে ঝড় ভাঙলে তীর
ঠিক তলিয়ে যাবে উঠবে ভেসে তার সীমাহীন দুঃখ।