শেষ রাতে জানালা দিয়ে যখনি দেখি
দিগন্তে ফুটিয়াছে ঈষৎ আবছা আলো,
ভাবি, ভালোই তো ছিলাম কতোকাল
দিয়ে ডুব অন্ধকারে যত ছিল কালো।
এখন তো দেখিবে মুখায়ব জগতময়
হইবে রচনা মিথ্যে রটনা কানাকানি,
এ পাড়ায় রহিয়াছে অচল অনামুখো
সহসাই জনে জনে হইবে জানাজানি।


ফুটিলে আলো জগত হয় শোভিত
জীবনে আসে শত সুখ স্বপ্ন ভালো,
আমি তো আলোয় দেখি অন্ধকার
কই,আমায় তো কেউ বাসে না ভালো?
নিগূঢ় অন্ধকারে তবু তো যায় ধরা
পেঁচার বাঁশি শিউলির হাসি ভরা কূল,
শীতল হাওয়া আলো জ্বলা জোনাকি
ভুলিয়ে দিতে কষ্ট সকলে হয় ব্যাকুল।


২১/০৯/২০২১
চট্টগ্রাম।