ভাললাগে বলিয়া ভালবেসে ছিলাম!
              মনে নেই
ভালবাসিব বলিয়া ভালবাসিয়া ছিলাম,
              সন্দেহ নেই।


বসন্ত পনেরো আগে সম্রাজ্ঞী সেই আসিয়াছিল
ফাল্গুনের কোন এক সূর্যাস্ত লগ্নে আঁখি পটে
পাইয়াছিলেন উঞ্চ ভালবাসার স্পর্শ খানিক পরে।
জানি নে গন্ধে ভরা রজনীগন্ধা নাকি সৌন্দর্যে ভরা গোলাপ,
দিত কিসে নাড়া তাহার অন্তর
নাকি বৈশাখের উগ্র উন্মাতাল ঝড়ে,
নাকি কাব্য আমার ভরিত মন তাহার
অধম আমি পাঠ্যদ্ধোর করিতে পারি নাই
নয়ন নেত্রে তাহার সহসাই।


যখন বোধদয়,
হিম্মত কি মোর চাহিয়া লইব সে অমূল্য রতন
বিনা কষ্টে, বিনা যজ্ঞে রিক্ত দু-হস্তে?
বালিকা কি বোকা, সপিয়াছিল মন প্রাণ সবি
সোনা নয় রুপো নয় অমন উচ্ছিষ্ট অপাত্রে।