আমি আজ অস্পৃশ্য বেশ্যা কুকুর!
দৌড়াই তব দ্বারে হোক মধ্য দুপুর।
চাইলে সমাধান মেলে অশ্রাব্য কথন
অর্ধচন্দ্র আর তার মিথ্যুক সমন।
প্রতিবাদী হলে হেসে করে কৌতুক
যেন অন্যায় জোরসে চাইছি যৌতুক।
দেখিয়ে হাতকড়া খুব শেখায় আইন
"যা ব্যাটা ভাগ, কৃশ, নয়তো ফাইন।"
পাপী-তাপি করেছি যেন শত অন্যায়
সাজিয়ে পাগল তাই লোক হাসায়।
হা হা হা...... আমি আসলেই পাগল,
এখনো বোকার স্বর্গে করি বসবাস।
বুঝি না সাদা চোখে কেন নামে ঢল!
রাজা সেজে উজির করছে উপহাস।
স্বাধীনতাটা মুখে পেয়েছি শুধু বলার
অধিকারটা হারিয়েছি কবেই বাঁচার।
ঃ১৯/০৯/২০২১.
ময়মনসিংহ।