সোস্যাল মিডিয়ায় আজ দেখলুম তোমার নতুন ছবি,
ব্যাপার খানা কি হে কবি?
মোছ আর দাড়িখানাও দিয়েছো ফেলে
সত্যি বল, নতুন কাউকে কি মনের কোনে জায়গা লিখে দিলে?
আমায় লুকিয়োনা কিছু আমি কিন্তু তোমার অর্ধাঙ্গিনী
আমি ঠিক যাব জেনে আছে যতো গোপন কাহিনি।
এখন আর আমাকে লাগে না ভালো, তাই না?
ফর্সা মুখেও আমায় লাগে কালো, তোমার পাশে আর চলে না।
দেখলুম সেদিন যখন সুকুমারের বিয়ে
তুমি খুব সাজলে পুরোদস্তুর সময় নিয়ে।
পড়লে চকচকে একখানা পাঞ্জাবি আর কটি
আগে তো লাগতো না তোমার নাগরা চটি!
আমায় কিসে লাগে ভালো তা দেখার সময় তোমার হয় না
অথচ সুবর্ণা আর কঙ্কনার শাড়ি ব্লাউজের রং ম্যাচ করতে তুমি ছাড়োনা।
আবার মাঝে মাঝে তোমার বাঁকা চোখের চাহনি,
আমার কিন্তু চোখ এড়ায়নি।
আমি সব বুঝি। বুঝি না কেবল এতো লোক থাকতে
তোমায় কেন সবাই ভাসায় আহ্লাদে!
তোমার তো আর নেই সেই বয়স কচি
ইচ্ছে হলেই দুম করে কারো গলায় ঝুলে দিবে একটু নাচি!
আচ্ছা বলতো একটু কেষে
রাত দুপুরে তোমার মুঠোফোন কেন বাজে?
আর কি-ইবা এমন কথা
ঘন্টার পর ঘন্টা সকাল বিকাল সাঝে!
বলি কানে দিয়েছো কি তালা,
শুনছো তো সবি সামনে বসে, কিছুই কি যায় না বলা?
আচ্ছা, সেদিন তুমি নন্দিতাকে বললে কেন হেসে,
লাল শাড়িতে নাকি খুব মানিয়েছে রানীর বেশে?
কই আমার কানের দুল আর খোঁপায় গাথা ফুল
তোমার তো পড়েনা নজরে?
যার সোহাগী সেই নিক না খোঁজ,
তোমার কি ভালো লাগেনা থাকতে আমার চাদরে?
কাল দেখলুম বদলে গেছে আমার দেয়া রুমাল
চুল নেই তাও চিরুনিটা রাখছো পকেটে,
ভেবো না আমি থাকতে, যতোই ধরতে যাও মাছ
ট্যাংরা বোয়াল আর জুটবে না কিছু তোমার ললাটে।
বলতো সত্যি করে,
তুমি কেন মানিব্যাগটায় আমার সরালে ছবি?
কেন আজকাল আর হাসো না আমি মিষ্টি করে তাকালে কবি?
ভুলেও যদি ভেবেছো
যায় যদি যাকনা এ আপদ কোনোমতে,
বলে রাখলুম, আমি তোমার ঘাড় মটকাবো
তবু সুন্দরী ললনাদের রাখবো তোমার দূর তফাতে।
বলি কবিতাই লিখছো, তাই লিখো
আমায় ছাড়া আর যদি অন্য কোন ছবি আঁকো....
(ক্রিং ক্রিং.....)
এমন সময় কে আবার এলো মুখপোড়া,
একটু কি দেখাও যায়না দরজায় কে নাড়ছে কড়া?
ওমা একি! দেখি দারোগা মশাই!
এ্যাই, (স্বামীকে জড়িয়ে) তুমি আবার করলেটা কি গো এই সহসাই?
২৩/১০/২০২০