শিখবো বলে বিদ্যা, নিলাম বই খাতা,
যতোই দেখি তাতে, ততোই বাড়ে ব্যথা।
অক্ষর মাত্রা ছন্দ, লাগছে আরো দ্বন্দ্ব
সম্পর্ক খুঁজি পাঠে, মগজ থাকে বন্ধ।


ভাবছো আমি গাধা, চাবুকে হবো সোজা!
দোহাই নয় বিদ্যা, চাপিয়ো পিঠে বোঝা।
সইতে আমি পারি, সত্যের যতো ভার,
খেলায় পেলে ব্যথা, মানবো আমি হার।


সমস্যা অন্য স্থানে, যখন তুমি মাঠে,
তখন আমি বন্দী, রবে কি মন পাঠে?
থাকলে গেঁয়ো মুর্খ, খুব কি হবো ব্যর্থ?
আমায় করো মুক্ত, দিয়োনা আর শর্ত।


০৫/১২/২০২১.
চট্টগ্রাম।