সব হাসিই তৃপ্তির হয় না,
গভীর সমুদ্রে নীল জলরাশি আর ঠান্ডা হাওয়া মনকে  প্রশান্ত করে বটে
অজানা কষ্ট, না পাওয়ার বেদনাও জুটে ললাটে।
নিঃসন্তান দম্পত্তির বাচ্চা কোলে নেয়া মুখের বিস্তৃত হাসি দেখেছি
না পাওয়ার কান্নাটাই রয়ে গেছে আড়ালে,
বেদনাহত প্রসুতি মায়ের তৃপ্তির হাসি আমি দেখেছি,
দেখেছি হাসিমাখা প্রথম চুমো খাওয়া সন্তানের কপালে।


ভাসমান মানুষের কাঁধে ত্রান নিয়ে বাড়ি ফেরার
মোনালিসা হাসি আমি দেখি এখনো,
শুধু পদ্মার রাক্ষুসে ঢেউ, ফসলের মাঠ পুকুরের পাড়
বাড়ির পিছনে বাশ বাগান হারানোর গল্পটা আর জানা হবে না কখনো।
আসলে সব হাসিই তৃপ্তির হয় না।


হাসপাতালের বিছানায় শুয়েও, প্রিয় মানুষের মলিন মুুখটা দেখে
যে হাসতে জানে তার হাসিও আমি দেখেছি,
কারণে অকারণে ভালবাসা হারানোর ভয় যাকে ভাবায়
বার বার তার হাসিও আমি অনুভব করেছি।
আসলে সব হাসিই তৃপ্তির হয় না।


অন্তরের চাপা কান্না চাপা রেখেই হাসি
আবার আমার হাসির জন্যে তোমার পাগলামো দেখে চোখের জলে ভাসি,
আমার চোখের জল আর তোমার মুখের হাসি
দুটোই আমি বড় ভালবাসি।
সব চোখের জলও কান্না হয় না।
২১/০৮/২০২০
(করোনার সময় হাসপাতালে আমি আর আমার স্ত্রী যার সেদিন ৬ষ্ঠ কেমো ছিলো।)