অভিযোগ তার, "বদলে গেছো, বদলে গেছে দিন
আগে তোমার বুকের মাঝে আমার বাজতো বীন,
যখন তখন যাওয়া আসা চলতো সারা-দিন,
এখন দেখি উড়ে ঘুড়ি, উড়ে স্বপ্ন হীন।


এক পশলা বৃষ্টি এলেও যে তুমি ভিজতে,
এখন দেখি খরা তাতে এদিক ওদিক ছুটতে,
সত্যি করে বলতো প্রিয়ো; আমায় পারো বুঝতে?
তবে কেন নামো জলে আমায় ছাড়া নাইতে?"


বোকা মেয়ে, জানো তুমি! তুমিই আমার সব;
রাজ্য ছাড়া রাণী তুমি আঁধার ঘরের চাঁদ,
পূর্নিমারই আলো তুমি; জোয়ার ভাঙা বাঁধ
তাইতো কাঁধে জোয়াল আমার পূর্ণ হবে সাধ।


(স্বরবৃত্ত ছন্দ)
১৪/০১/২০২২
চট্টগ্রাম।