আমাকে ফেলিয়া বিপদে, যায় সে চলি
পিছন ফিরিয়া দেয় সে দোষ সাথে কতোক গালি।
আমি চাহিয়া তাহারই পানে মুচকি হাসি,
আমার বলিবার স্থান, ঐ.. ঐ সাত আসমান
উপরে আছেন যিনি আমি কেবল তাঁহাকেই বলি।


অসম করিয়া ভাগ, বড়টাতেই ভরিয়া নিজের থলি
"ন্যায় বিচারক আমি।" বলে তাহার নিজেরই মুখের বুলি।
ভাবিছে সে, অধম আমি চতুর তিনি কিছুই বুঝিনি,
আর আমি! হাসি কেবল হাসি,
দেখিছেন খোদা, আমার যাহা বলিবার আমি কেবল তাঁহাকেই বলি।


কপটতায় ছাড়াইয়া নিজেরই সীমানা,
কাঁড়িয়া নেয় সে আমার-ই মুখের খানা,
ভাবে বাহাদুর ত্রিভূবনে রহিয়াছে কে, করিবে মানা?
আমি বুঝিয়াও, না বুঝিবার করিয়া ভান মেলাই হাত
আমিতো জানি কে রহিয়াছে সদা আমার সাথ!
কি দরকার, মুখে কিছু বলি?
দেখিছেন খোদা, আমার যাহা বলিবার আমি কেবল তাঁহাকেই বলি।
১৭/১১/২০২১
ভারত।