আমি দেখি পানির উপর
ভাসছে খড় টিনের চাল সিধুর কৌটা,
ঘোলা জলে স্বপ্ন ডুবা
কেউ বা আবার তাতে ভাসায় নৌকা!


পদ্মা পাড়ে রাক্ষুসী ঢেউ
যখন আঁচড়ে পরে বুকের উপর,
শুনিয়ে গান ঘুম পাড়ানি
গিলে খায় সব করে নিরব নিথর।


দেখতে যদি ভরা জোয়ার
পূর্নিমায় তার কেমন আকার নিকার,
সাক্ষাৎ রাক্ষুসী সে যমদূত
মুহুর্তেই যে করে মৃত্যুর ভাগাড়।


এই নদী টাই স্বপ্ন দেখায়
ফেলে জাল ঐ করতে মৎস্য শিকার,
তার দু পাড়ে জাগিয়ে চর
স্বপ্ন দেখায় আবার ঘরটা বাঁধার।


১০/০৭/২০২২
ময়মনসিংহ।